জয়গুরু ॐ শ্রীপরমাত্মনে নমঃ জয়গুরু --
সদ্গুরু শ্রীশ্রীঠাকুর নিগমানন্দ পরমহংসদেবের অন্তরমথিত গহন মর্মসঞ্জাত, সযত্ন লালিত ও পরম প্রিয় যা মঠের গৌরব প্রতিষ্ঠা ও জগতের মঙ্গল নিমিত্ত গৃহী-ত্যাগীর যে অপূর্ব মিলনক্ষেত্র কুম্ভসদৃশ সেই সার্বভৌম ভক্তসম্মিলনীর ১০৯তম অধিবেশন পশ্চিমবঙ্গের হুগলী জেলার খানাকুল ২ নং ব্লকের রাজহাটী বন্দরে বাংলা ১০, ১১, ১২ ও ১৩ই পৌষ ১৪৩০, ইং ২৭, ২৮, ২৯ ও ৩০শে ডিসেম্বর ২০২৩ সগৌরবে সবৈভবে অনুষ্ঠিত হল। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, দিল্লি, মহারাষ্ট্র ইত্যাদি বিভিন্ন রাজ্য সহ বাংলাদেশ থেকে সহস্র সহস্র ভক্ত সমাগত হয়েছিলেন। ঠাকুর মহারাজের অভিনব সৃষ্টি এই আনন্দসাগরে অবগাহন করে সারা বছরের রসদ সংগ্রহ করেন সকলে। উপস্থিত ছিলেন আসাম-বঙ্গীয় সারস্বত মঠ হালিসহর থেকে পূজ্যপাদ মোহান্ত ডঃ স্বামী ব্রজেশানন্দ সরস্বতী মহারাজ, ট্রাষ্টবোর্ড সম্পাদক স্বামী বিমলানন্দ সরস্বতী মহারাজ, সন্ন্যাসী ও গৃহী ট্রাষ্টীবৃন্দ, বিভিন্ন আশ্রমের অধ্যক্ষ ও অন্তেবাসীবৃন্দ, বিভিন্ন সাধুসন্ত, অতিথিবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, স্বেচ্ছাসেবীবৃন্দ প্রমুখ।